তৃতীয় বিভাগ ফুটবল লিগে চান্দগাঁও, কল্লোল গ্রীণের জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক

| বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

সিজেকেএস সিডিএফএ আয়োজিত তৃতীয় বিভাগ ফুটবল লিগের গ্রুপিং ২য় পর্বে চান্দগাঁও এস সি এবং কল্লোল সংঘ গ্রীণ নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় চান্দগাঁও এস সি ৫০ গোলে মুক্ত বিহঙ্গ ক্লাবকে পরাজিত করেন।

বিজয়ী দলের হয়ে ২টি গোল করেন মাইনুল হোসেন রিয়েল। বাকি গোলগুলো করেন মো. ইয়াকুব, সোহেল রাবা ও রিফাত আহম্মদ রাতুল। দিনের দ্বিতীয় খেলায় কল্লোল সংঘ গ্রীণ ২০ গোলে আব্দুস সোবহান ফুটবল দলকে পরাজিত করেন।

কল্লোল সংঘ গ্রীণের হয়ে গোল করেন রিসাদ ও তৌহিদুল আলম তপু। আজ দামপাড়া পুলিশ লাইন মাঠে সকাল ৮.৪৫ টায় শতাব্দী গোষ্ঠী বনাম গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী এবং সকাল ১০.৩০ টায় ফ্রেন্ডস ক্লাব বনাম সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা পরস্পরের মোকাবিলা করবে।

পূর্ববর্তী নিবন্ধফতেয়াবাদ আলী আজগর চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে এন্ট্রি আহবান
পরবর্তী নিবন্ধ১% ধনীর হাতে ভারতের ৪১% সম্পদ