সিজেকেএস–সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লিগে জয় পেয়েছে আলোর ঠিকানা। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আলোর ঠিকানা ৩–০ গোলে নবীন মেলাকে পরাজিত করে।
আজ সকাল ৯ টায় এম এ আজিজ স্টেডিয়ামে পাঁচলাইশ যুব সংঘ এবং রাফা ক্রিকেট ক্লাব পরস্পরের মোকাবেলা করবে।