তৃতীয় বিভাগ ফুটবল লিগের সমাপনী আজ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৬ মে, ২০২২ at ১১:১১ পূর্বাহ্ণ

সিজেকেএস-সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লিগের প্লে অব পর্বের ৩য় খেলা আজ অনুষ্ঠিত হবে। এ খেলা দিয়েই লিগ সম্পন্ন হবে। আজকের খেলায় অংশ নেবে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব এবং বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা।

প্লে অব পর্বে সাউথ এন্ড ক্লাব ইতিমধ্যে ৪ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। আজকের খেলার মাধ্যমে দ্বিতীয় দলটি নির্ধারণ করা হবে যারা দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় বিভাগ লিগে উত্তীর্ণ হবে। শোভনীয়া ক্লাব ইতিমধ্যে ২ পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা কোন পয়েন্ট পায়নি। দ্বিতীয় বিভাগ লিগে উত্তীর্ণ হতে হলে বাঁশখালী উপজেলাকে সরাসরি জিততে হবে।

অন্যদিকে শোভনীয়া ক্লাব ড্র করলেই দ্বিতীয় লিগে খেলার সুযোগ পেয়ে যাবে। আজকের তৃতীয় প্লে অব ম্যাচটি বিকাল ৩.৩০টায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলা শেষে সিজেকেএস সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

পূর্ববর্তী নিবন্ধঅভিষেকেই ফাইনালে গুজরাট
পরবর্তী নিবন্ধদ্বিতীয় দফায় বাংলা টাইগার্স ক্যাম্পে ডাকা হলো যাদের