সাইফ পাওয়ারটেক সিজেকেএস-সিডিএফএ তৃতীয় বিভাগ ফুটবল লিগে সুপার থ্রি পর্ব নিশ্চিত করেছে সাউথ এন্ড ক্লাব। গতকাল বৃহস্পতিবার লিগের দ্বিতীয় পর্বের ৫ম দিনের খেলায় সাউথ এন্ড ক্লাব ২-০ গোলে কল্লোল সংঘ গ্রিনকে পরাজিত করে। দলের পক্ষে ইমন এবং কোরবান আলী গোল করেন। গতকাল হালিশহরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে দুপুরে অনুষ্ঠিত এ খেলায় জয়ী হয়ে সাউথ এন্ড ক্লাব পূর্ণ ৯ পয়েন্ট পেয়ে ‘ক’ গ্রুপের সেরা দল হয়েছে।