তৃতীয় বিভাগ ফুটবল লিগের ফলাফল

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৪ ডিসেম্বর, ২০২২ at ৯:২৬ পূর্বাহ্ণ

সিজেকেএস সিডিএফএ তৃতীয় বিভাগ ফুটবল লিগে গতকাল বৃহস্পতিবার ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা ৩-১ গোলে নবীন মেলাকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ইমন ২টি এবং আরমান হোসেন ১টি গোল করেন। নবীন মেলার পক্ষে একমাত্র গোলটি করেন ফাহিম ইসতিয়াক।
দিনের দ্বিতীয় খেলায় চান্দগাঁও এস সি ২-১ গোলে পাঁচলাইশ যুব সংঘকে পরাজিত করে। চান্দগাঁওয়ের পক্ষে ২টি গোল করেন মাইমুন হোসেন রিয়েল। পাঁচলাইশ যুব সংঘের পক্ষে একমাত্র গোলটি করেন রোশন লাল দাশ।
তৃতীয় খেলায় মুক্ত বিহঙ্গ ২-১ গোলে কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাবকে পরাজিত করে। মুক্ত বিহঙ্গের পক্ষে গোলদাতা মো. রুবায়েত ও জয়নাল আবেদীন। কাস্টম এঙাইজ এন্ড ভ্যাট ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন মো. হৃদয়।
চতুর্থ খেলায় হালিশহর লাকি ক্লাব এবং রাইজিং স্টার জুনিয়র গোল শূন্য ড্র করে। তৃতীয় বিভাগ লিগে আজও ৪টি খেলা অনুষ্ঠিত হবে। এম এ আজিজ স্টেডিয়ামে সকাল ৮.৩০টায় আব্দুস সোবহান ফুটবল দল বনাম বাকলিয়া একাদশ (জুনিয়র), সকাল ১০টায় শতাব্দী গোষ্ঠী বনাম চিটাগাং রয়েল, দুপুর ১২.৩০টায় লিটল ব্রাদার্স বনাম শহীদ শাহজাহান সংঘ এবং দুপুর ২.৩০টায় ফ্রেন্ডস ক্লাব বনাম ক্রিসেন্ট ক্লাব পরস্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাথলেটিক্সে চট্টগ্রামের কোচ-কাম ম্যানেজার শর্মিষ্ঠা রায়
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ৯৪ আয়োজিত ক্রিকেট ফিয়েস্টায় ব্র্যান্ড-৯৪ চ্যাম্পিয়ন