তৃতীয় বিভাগ ফুটবল লিগের দুটি খেলাই ড্র

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৯:২৬ পূর্বাহ্ণ

সাইফ পাওয়ারটেক সিজেকেএস-সিডিএফএ তৃতীয় বিভাগ ফুটবল লিগে দ্বিতীয় পর্বের চতুর্থ দিনের দুটি খেলাই অমিাংসিতভাবে শেষে হয়েছে। গতকাল বুধবার হালিশহরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সকালে অনুষ্ঠিত গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী ও মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। দুপুরের নবীন মেলা ও আলোর ঠিকানার খেলাও গোলশূন্য ড্র হয়েছে। আজ রেলওয়ে এস এ-চবক ক্রীড়া সমিতি সাদা (সকাল ৯টা ৩০) এবং কল্লোল সংঘ গ্রিন-সাউথ এন্ড ক্লাব (দুপুর ১টা ৪৫) প্রতিদ্বন্দ্বিতা করবে।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং রয়েলের কোচ হেলালকে দুই মৌসুমের জন্য বহিষ্কার
পরবর্তী নিবন্ধর‌্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়েছে আফিফ