তৃতীয় বিভাগ ফুটবলে সুপার থ্রি-পর্ব আজ শুরু

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৬:৫২ পূর্বাহ্ণ

সাইফ পাওয়ারটেক সিজেকেএস-সিডিএফএ তৃতীয় বিভাগ ফুটবল লিগের সুপার থ্রি-পর্ব আজ থেকে শুরু হবে। হালিশহরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আজ উদ্বোধনী দিনে দুপুর ৩টায় বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা ও সাউথ এন্ড ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। এ পর্বের অপর দল মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। সুপার থ্রি পর্বের সর্বোচ্চ পয়েন্ট ও দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল দ্বিতীয় বিভাগে উঠবে।

পূর্ববর্তী নিবন্ধকনফিডেন্স সিমেন্ট অনি স্মৃতি স্কুল টেবিল টেনিস টুর্নামেন্ট স্থগিত
পরবর্তী নিবন্ধমীরসরাই দুর্বার আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন