তৃতীয় বিভাগ ফুটবলে পাতানো ম্যাচ !

| বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৯:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত তৃতীয় বিভাগ ফুটবল লিগে পাতানো খেলার অভিযোগ উঠেছে। গতকাল শারিরীক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত কল্লোল সংঘ গ্রিন এবং রেলওয়ে এসএ এর মধ্যকার ম্যাচটি পাতানো বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয় মাঠে খেলোয়াড়দের কার্ডও চেক করেছেন অংশগ্রহনকারী দলসমূহের কর্মকর্তারা। যদিও ম্যাচটিতে কল্লোল সংঘ গ্রীন ৩-০ গোলে রেলওয়ে এস এ কে পরাজিত করে সুপার থ্রি পর্বে খেলার পথেই রয়েছে। কিন্তু এই ম্যাচটিকে পাতানো হিসেবে দেখছে মাঠে উপস্থিত একাধিক কর্মকর্তা। জানা গেছে রেফারিও নাকি তাদের রিপোর্টে ম্যাচটিকে পাতানো হিসেবে সন্দেহ করছে। যদিও আয়োজকদের হাতে রেফারীর কোন রিপোর্ট আসেনি বলে জানিয়েছেন জেলা ফুটবল এসোসিয়েশনের এক কর্মকর্তা। এই ম্যাচে কল্লোল সংঘ গ্রীনের ম্যানেজার মারুফকে রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করেও দেন। এমনিতেই দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ ফুটবল লিগ নিয়ে অভিযোগের শেষ নেই। খেলার অযোগ্য মাঠে আয়োজন করা হয়েছে এই লিগ দুটি। প্রতি ম্যাচেই কোন না কোন ফুটবলার আহত হওয়ার অভিযোগ এসেছে। অবশ্য প্রিমিয়ার কিংবা প্রথম বিভাগ ফুবল লিগের ম্যাচগুলো যেখানে সঠিকভাবে আয়োজন করা সম্ভব হয় না সেখানে দ্বিতীয় বিভাগ আর তৃতীয় বিভাগ ফুটবল লিগ নিয়ে মাথা ঘামায় কে। আর সে সুযোগে একেবারে হযবরল অবস্থায় চলে এসব লিগের খেলাগুলো। আর কর্মকর্তারা লিগ আয়োজনের তৃপ্তির ঢেকুর তোলে। আর পছন্দের কোন দলকে উপরে তুলে কিংবা অপছন্দের কোন দলকে ডুবিয়ে দেয়। গতকালও হয়তো তেমন কাউকে ডুবিয়ে দিতে খেলানো হয়েছে এমন পাতানো খেলা। তেমনটি মনে করছেন ফুটবলের সাথে সংশ্লিষ্ট অনেকেই।
এদিকে গতকাল হালিশহরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সকালে অনুষ্ঠিত ’ক’ গ্রুপের খেলায় সাউথ এন্ড ক্লাব ৬০ মিনিটে দেয়া গোলে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি সাদাকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সচেতনতামূলক তথ্যচিত্র ‘জীবন’
পরবর্তী নিবন্ধরাউজান পৌর মেয়রের সাথে কিশোর ফুটবল দলের সাক্ষাৎ