তৃতীয় বিভাগ ফুটবলে চান্দগাঁও স্পোর্টিং ক্লাবের জয়লাভ

| বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর, ২০২২ at ৫:০৫ পূর্বাহ্ণ

সিজেকেএস-সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লিগে গতকাল বুধবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা ক্লাব এবং সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা গোলশূন্য ড্র করে। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় চান্দগাঁও স্পোর্টিং ক্লাব ৬-২ গোলে চন্দনপুরা একাদশ ক্লাবকে পরাজিত করে।

দিনের ৩য় খেলায় কল্লোল সংঘ গ্রীণ ক্লাব ০-০ গোলে কাস্টম এক্মাইজ এন্ড ভ্যাট ক্লাব এর সাথে ড্র করে। চতুর্থ খেলায় মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি ক্লাব ১-১ গোলে রাইজিং স্টার জুনিয়র ক্লাবের সাথে ড্র করে।

আজ সকাল ৮ টায় সেবানিকেতন এবং চ ব ক ক্রীড়া সমিতি সাদা এবং সকাল ১০ টায় সিটি ক্লাব বনাম এফ এম সি স্পোর্টস ক্লাব এবং দুপুর ১২.৩০ টায় পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী বনাম উল্লাস ক্লাব এবং দুপুর ২.৩০ টায় মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র লাল বনাম গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী পরস্পরের মোকাবিলা করবে।

পূর্ববর্তী নিবন্ধআফিফের দল এলপিএলের ফাইনালে
পরবর্তী নিবন্ধমুক্ত বিহঙ্গ ক্লাবের সভা অনুষ্ঠিত