চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ মাঠে গড়াচ্ছে আজ। এবারের লিগে ১৬টি দল অংশ গ্রহণ করছে। দলগুলো চার গ্রুপে ভাগ হয়ে গ্রুপ লিগ পদ্ধতিতে খেলবে। এরপর চার গ্রুপের শীর্ষ চার দল খেলবে সুপার ফোর পর্বে। সুপার ফোর পর্ব শেষে পয়েন্ট তালিকার উপরের দু দল খেলবে আগামী বছর দ্বিতীয় বিভাগ লিগে। এবারের লিগে অংশ নেওয়া দল গুলো হচ্ছে ‘এ’ গ্রুপে রয়েছে নোয়াপাড়া লায়ন্স ক্লাব, সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা, কাস্টমস এক্সাইস এন্ড ভ্যাট ক্লাব এবং মাদারবাড়ি উদয়ন ষংঘ। ‘বি’ গ্রুপে রয়েছে ডবলমুরিং ক্লাব, আগ্রাবাদ নওজোয়ান গ্রীন, বাকলিয়া একাদশ এবং কে এম স্পোর্টিং ক্লাব। ‘সি’ গ্রুপে রয়েছে আগ্রাবাদ কমরেড ক্লাব, সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, কাস্টমস্ স্পোর্টস ক্লাব এবং চিটাগাং ফুটবল ক্লাব (সিএফসি)। ‘ডি’ গ্রুপে রয়েছে ক্রিসেন্ট ক্লাব, টাউন ক্লাব, সেবা নিকেতন এবং মোহামেডান এস সি ব্লুজ।
আজ সকালে এম এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাকলিয়া কনস্ট্রাকশন এর স্বত্বাধিকারী মোহাং সোলায়মান। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে নোয়াপাড়া লায়ন্স ক্লাব ও মাদারবাড়ী উদয়ন সংঘ। লীগে মোট ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগের বাজেট নির্ধারণ করা হয়েছে চার লক্ষ চল্লিশ হাজার ছয়শত টাকা। বাজেটের টাকা স্পন্সর প্রতিষ্ঠান মেসার্স বাকলিয়া কনস্ট্রাকশন লিমিটেড প্রদান করবে।
গতকাল লিগের প্রাক্কালে সিজেকেএস সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস ক্রিকেট সম্পাদক (ভারপ্রাপ্ত) জি এম হাসান। বক্তব্য রাখেন স্পন্সর প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ সোলায়মান, সিজেকেএস সহ–সভাপতি মো: হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ আবুল বশর।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসেম, হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসাইন, সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু।