সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে ডবলমুরিং ক্লাব। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেরায় তারা ৯ উইকেটে ক্রিসেন্ট ক্লাবকে পরাজিত করে। টসে জিতে ক্রিসেন্ট ক্লাব প্রথমে ব্যাট করতে নামে। ১৮.৩ ওভার খেলে মাত্র ৫২ রানে তারা অলআউট হয়ে যায়। দলের সাইফ খান সর্বোচ্চ ২৪ রান করেন অপরাজিত থেকে। আর কেউ দ্বি-অংকের ঘরে পৌঁছতে পারেননি এবং পাঁচ জনই কোন রান না করেই আউট হয়ে যান। অতিরিক্ত থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান।
ডবলমুরিং দলের মো. সামী ১১ রান দিয়ে ৪টি এবং তাফিজুর রহমান ৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি উইকেট পান বোরহানউদ্দিন।
জবাবে ডবলমুরিং ক্লাব ১০ ওভার খেলে ১ উইকেট হারিয়ে ৫৬ রানে পৌঁছে যায়। ওপেনার ইয়াসিরুল আলম ৬ রান করে আউট হয়ে গেলেও অপর ওপেনার নজরুল ইসলাম অপরাজিত ২৬ এবং ইমান উল্লাহ অপরাজিত ৮ রান করে দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যান। অতিরিক্ত রান হয় ১৬। ক্রিসেন্ট ক্লাবের আমিনুল হক ১টি উইকেট পান।