তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সন্দ্বীপ উপজেলা এবং আগ্রাবাদ নওজোয়ান গ্রীনের জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের গতকালের খেলায় জয় লাভ করেছে সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা এবং আগ্রাবাদ নওজোয়ান গ্রীন। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নওজোয়ান গ্রীন ২ উইকেটে হারিয়েছে সেবা নিকেতনকে। সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে স্বন্দীপ উপজেলা ক্রীড়া সংস্থা ৫ উইকেটে সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩৫.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে সেবা নিকেতন। দলের পক্ষে জামাল ৪৩, সাইফুল ৫৯ রান ছাড়া বাকি কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। অতিরিক্ত থেকে আসে ৩৬ রান। নওজোয়ান গ্রীনের পক্ষে ৮ রানে ৫ উইকেট নেন ওসমান গনি। ৩টি উইকেট নিয়েছে ইমতিয়াজ। জবাবে ব্যাট করতে নেমে নওজোয়ান গ্রীন ৩৮.১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে মাসুদ ১৭, শফিক ১৬, ওয়াজি ১৪, কাউসার ৩০ এবং মোস্তফা করেন ২৩ রান। সেবা নিকেতনের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন আদিল, মহিউদ্দিন এবং শহীদুল। মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ২৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে জায়েদ ২৩, মেহেদী ২১ এবং জুবেল করেন ১৯ রান। অতিরিক্ত থেকে আসে ২৩ রান। স্বন্দীপ উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষে ৩টি উইকেট নিয়েছেন জামিল। ২টি করে উইকেট নিয়েছেন আশরাফুল এবং জাহিদ। জবাবে ব্যাট করতে নামা সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা ২৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
দলের পক্ষে আফরাবিল ১৬, সাজ্জাদ ২১, তানভীর ৪০ এবং মেহেদী করেন ১৩ রান। সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষে ২৩ রানে ৩ উইকেট নেন নাহিদ। একটি করে উইকেট নিয়েছেন সালমান এবং রিয়াজ।

পূর্ববর্তী নিবন্ধটানা ৪ হারের পর জিতেছে মোহামেডান
পরবর্তী নিবন্ধজাকেরের সেঞ্চুরিতে আবাহনীর জয়