তৃতীয়বারের মতো ভ্যাট মেলা, শুরু আজ

লক্ষ্য ৭৫ শতাংশ রিটার্ন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৫:৪৯ পূর্বাহ্ণ

তৃতীয়বারের মতো ভ্যাট মেলার আয়োজন করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম দপ্তর। কমিশনারেটের অধীন ৮ বিভাগে আজ বুধবার থেকে দুদিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো আগ্রাবাদ, চট্টলা, চান্দগাঁও, রাঙামাটি, খাগড়াছড়ি, পটিয়া, কক্সবাজার ও বান্দরবান।
গতকাল মঙ্গলবার দুপুরে আগ্রাবাদে কাস্টমস ভ্যাট কমিশনারেটের সৈকত সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির কমিশনার মোহাম্মদ আকবর হোসেন। তিনি বলেন, প্রথম মেলায় আমরা যে সাড়া পেয়েছিলাম, তার চেয়ে বেশি সাড়া পাই দ্বিতীয়বারের মেলায়। তাই সবাই অনুরোধ করছিল মেলার আয়োজনটা যেন অব্যাহত রাখি। এছাড়া গত দুইবারের মেলায় ব্যবসায়ীরাও উপকৃত হয়েছেন। প্রায় সময় শুনতাম, কর কর্মকর্তারা ব্যবসায়ীদের হয়রানি করেন। আমি যোগ দেয়ার পর থেকে এই তিন মাসে ব্যবসায়ীরা একটি অভিযোগও করেননি। এছাড়া এখন বিভিন্ন মার্কেটে ভ্যাট বুথ স্থাপন করে ব্যবসায়ীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছি। ভ্যাটের নিবন্ধন বাড়ানোও মেলা আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পর্যায়ক্রমে সবগুলো অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় নিয়ে আসব।
তিনি আরো বলেন, ভ্যাট আদায়ে গতি বাড়াতে ২৫ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানো হচ্ছে। ইতোমধ্যে চট্টগ্রামে প্রথম দফায় ১২০টি এবং দ্বিতীয় দফায় ৪০০টি ইএফডি মেশিন বসানো হয়েছে। এটি আরো বাড়ানো হবে। প্রতি মাসের ৫ তারিখ ইএফডি চালানের ড্র অনুষ্ঠিত হয়। প্রতিবার ১০১টি পুরস্কার থাকছে। ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. মুশফিকুর রহমান বলেন, মেলার কারণে রিটার্ন দাখিল ৬৫ শতাংশে উন্নীত হয়েছে। এবার টার্গেট ৭৫ শতাংশ করা। আমাদের লক্ষ্য পর্যায়ক্রমে শতভাগে উন্নীত করা। করদাতার ভুল বোঝাবুঝি, জড়তা, দূরত্ব দূর করতে আমরা ভ্যাট মেলা ও বুথ স্থাপন করছি। মেলার পাশাপাশি আগামী ১২ এবং ১৪ মার্চ নগরীর বড় বড় শপিং মল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটে ভ্যাট বুথ স্থাপনের মাধ্যমে সরাসরি সেবা প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার মোহাম্মদ সেলিম শেখ, উপকমিশনার কামনাশীষ, মো. শাহীনুর কবীর পাভেল, ফাতেমা খায়রুন নূর, মুহাম্মদ ছৈয়দুল আলম, মো. আহসান উল্লাহ, সুশান্ত পাল, মো. সাইদ আহমেদ রুবেল, সহকারী কমিশনার অনুরূপা দেব, এইচএম কবীর, মোছাম্মৎ আয়শা সিদ্দিকা ও এসএম সরাফত হোসেন।
উল্লেখ্য, গত ১১-১২ জানুয়ারি প্রথমবারের মতো চট্টগ্রামে ভ্যাট মেলার আয়োজন করা হয়। মেলায় ২ হাজার ৩৭৪টি রিটার্ন জমা পড়ে। নতুন নিবন্ধন নেয় ২৮৪টি প্রতিষ্ঠান। রাজস্ব আদায় হয়েছে প্রায় ১৯ কোটি টাকা। ১০-১১ ফেব্রুয়ারি ২য় বারের মতো আয়োজিত মেলায় রিটার্ন জমা পড়ে ৩ হাজার ২৪৩টি। নতুন নিবন্ধনের আবেদন পড়ে ৩৪২টি। রাজস্ব আদায় হয় প্রায় ৩২ কোটি টাকা।

পূর্ববর্তী নিবন্ধবোরকা পরে মদ পাচার, আটক ২
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনার টিকা গ্রহীতার সংখ্যা ছাড়াল সাড়ে ৩ লাখ