তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করল পাইরেটস

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২২ মে, ২০২৪ at ১১:১১ পূর্বাহ্ণ

ক্রমশ শেষের দিকে চলে আসছে চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। গতকাল আনুষ্ঠানিকতার এক ম্যাচে পাইরেটস অব চিটাগাং সহজে ৭ উইকেটে হারিয়েছে ইস্পাহানী স্পোর্টিং ক্লাবকে। এই জয়ের পলে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করল পাইরটেস। গত আসরে তৃতীয় স্থান লাভ করা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র নেমে গেছে চতুর্থ স্থানে। দু দলেরই পয়েন্ট সমান ৮ জয়ে ২৪। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় তৃতীয় স্থান পেল পাইরেটস। শিরোপার জন্য দল গড়েও শুরুর দিকে তিন ম্যাচে হেরে শিরোপা দৌড় থেকে ছিটকে পড়েছিল পাইরেটস। পরে নিজেদের ফিরে পেলেও আর শিরোপা লড়াইয়ে ফেরা হয়নি। তাই তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো তাদের। অপরদিকে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে তেকে লিগ শেষ করল ইস্পাহানী এসসি।

গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে ইস্পাহানী এসসি। কিন্তু তাদের শুরুটা ভাল হয়নি। ২৩ রানে প্রথম উইকেট হারায় ইস্পাহানী। ৩৭ রানে ফিরেন তিন নম্বরে নামা রিয়াদ। সাজ্জাদ হোসেনকে নিয়ে ৩২ রান যোগ করেন শাহ পরান। ৪৩ রান করে ফিরেন এই ওপেনার। এরপর কামরান হাফিজ ডিকি কিছুটা লড়াই করলেও বাকিদের কেউই দাড়াতে পারেনি। ফলে ৪২.৪ ওভারে ১৩১ রানে অল আউট হয় ইস্পাহানী এসসি। ৪৫ বলে ৩৩ রান করে ফিরেন ডিকি। ১৪ রান করেন সুদিপ্ত। পাইরেটস অব চিটাগাং এর পক্ষে ২৫ রানে ৩টি উইকেট নিয়েছেন বেলাল। ২টি করে উইকেট নিয়েছেন সাজিদ আবদুল্লাহ, মহিউল ইসলাম এবং শাহাদাত হৃদয়। একটি উইকেট নিয়েছেন রুবেল।

জবাবে ব্যাট করতে নামা পাইরেটস অব চিটাগাং ৫ রানে হারায় ওপেনার রোকনকে। ৪ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে তৌসিফ এবং সাদ্দাম মিলে ৫১ রান যোগ করেন দ্রুততার সাথে। ২১ বলে ২৫ রান করে ফিরেন সাদ্দাম। এরপর তওসিফ এবং অনিক সরকার মিলে যোগ করেন ৭৪ রান। আর তাতেই পাইরেটসের জয় নিশ্চিত হয়ে যায় অনেকটা। দল যখন জয় থেকে মাত্র ২ রান দুরে তখন ৩৫ বলে ৩৬ রান করে ফিরেন অনিক। তিনি ২টি চারের পাশাপাশি ৩টি ছক্কা মেরেছেন। মাত্র ১৯.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে পাইরেটস অব চিটাগাং। তওসিফ অপরাজিত থাকেন ৫৮ বলে ৫৬ রান করে। ৮টি চার মেরেছেন তিনি। ইস্পাহানী স্পোর্টিং ক্লাবের পক্ষে ২০ রানে ২টি উইকেট নেন সাজ্জাদ হোসেন। একটি উইকেট নিয়েছেন রনি।

এদিকে গতকাল নিজেদের দল ব্যাটিংয়ে নামার সময় পাইরেটস অব চিটাগাং এর ওপেনার মোহাম্মদ রোকনকে গার্ড অব অনার প্রদান করে তার সতীর্থরা। কারন তিনি প্রিমিয়ার ক্রিকেট লিগের ক্যারিয়ারের ইতি টেনেছেন। তবে তার বিদায়ী ম্যাচটি সুখকর হয়নি। মাত্র ৪ রান করে ফিরেছেন তিনি। আজ একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে মুখোমুখি হবে শহীদ শাহজাহান সংঘ এবং আগ্রাবাদ নওজোয়ান। ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগ শুরু আজ
পরবর্তী নিবন্ধরেগু ইভেন্টে তৃতীয় স্থান পেল বাংলাদেশ