আনোয়ারায় তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অরুন দত্ত (২৩) নামের এক সিএনজি টেক্সি চালককে আটক করা হয়েছে।
গতকাল রবিবার বেলা সাড়ে ১২টার দিকে কৈখাইন গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিত শিক্ষার্থীর পিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন আছে।’
আটককৃত অরুন দত্ত চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা গ্রামের নুনিয়া দত্তের পুত্র ।
নির্যাতনের শিকার শিশুর পিতা জানান, গতকাল দুপুরে তার তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়ে বাড়ির পাশের দোকানে নাস্তা আনতে গেলে সেখানে অভিযুক্ত টেঙি চালক অরুন দত্ত তাকে একা পেয়ে জোরপূর্বক বেড়িবাঁধের পাশে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে স্থানীয়রা অরুনকে ধরে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।