সিজেকেএস–সিডিএফএ তৃতীয় বিভাগ ফুটবল লিগের সমাপনী ও পুরস্কার বিতরনী আজ। বেলা ২.৩০টায় দিনের প্রথম খেলায় অংশ নেবে আলোর ঠিকানা এবং রিজেন্সী স্পোর্টস। এছাড়া বিকাল ৪টায় দ্বিতীয় খেলায় অংশ নেবে সিটি টাইগার এবং কল্লোল সংঘ গ্রীন। খেলা শেষে এম এ আজিজ স্টেডিয়ামে পুরস্কার বিতরন করবেন প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।