তৃতীয় বিভাগ ফুটবল লিগের ফলাফল

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১১:৩৪ পূর্বাহ্ণ

সিজেকেএসসিডিএফএ তৃতীয় বিভাগ ফুটবল লিগের সুপার ফোর পর্বে গতকাল মঙ্গলবারের খেলায় রিজেন্সী স্পোর্টস এবং আলোর ঠিকানা জয় পেয়েছে। এই দুই দল তাদের প্রথম খেলায় পরাজিত হয়েছিল। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় রিজেন্সী স্পোর্টস ৩০ গোলে কল্লোল সংঘ গ্রীনকে পরাজিত করে। বিজয়ী দলের আদজাম একাই তিন গোল করেন। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় আলোর ঠিকানা ২০ গোলে সিটি টাইগারকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আলিফ জাহান এবং সাহেদ হোসেন ১টি করে গোল করেন।

পূর্ববর্তী নিবন্ধঅলিম্পিকে দুই যমজ জুটির লড়াই ব্যাডমিন্টনে যুক্তরাষ্ট্রকে হারাল বুলগেরিয়া
পরবর্তী নিবন্ধদ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত