বন্যার্তদের সহায়তায় দৈনিক আজাদী গতকাল রোববার তৃতীয় দফায় বিপুল পরিমাণ চাল–ডালসহ শুকনো খাবার, পানি, ওষুধ এবং নতুন–পুরাতন কাপড় বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টে প্রদান করেছে। দৈনিক আজাদীর নিজস্ব তহবিলের পাশাপাশি নগরবাসীর কাছ থেকে সংগৃহীত ত্রাণের চালানটি দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর বিএনসিসির কর্ণফুলী রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল লোকমানের হাতে তুলে দেন। এ সময় বিএনসিসির পক্ষে ব্যাটালিয়ন অ্যাডজুটেন্ট মেজর রাফি, রেজিমেন্ট অ্যাডজুটেন্ট লে. তানজীম, ৫৭ স্কোয়াড্রন কমান্ডার ফ্লাইট লে. আবেদীনসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল লোকমান দৈনিক আজাদীর মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এভাবে মানুষের পাশে দাঁড়ানোর ফলে বন্যার্ত মানুষগুলোর কষ্ট লাঘব করা সহজ হয়েছে। তিনি বলেন, সরকারের পাশাপাশি সাধারণ মানুষও প্রচুর কাজ করছে। এভাবে মানুষ মানুষের পাশে দাঁড়ালে যে কোনো দুর্যোগ মোকাবেলা সহজ হবে।
উল্লেখ্য, দৈনিক আজাদী নিজস্ব তহবিলের পাশাপাশি নগরবাসী থেকে ত্রাণ সংগ্রহ অব্যাহত রেখেছে। নগদ অর্থের পাশাপাশি নতুন–পুরনো কাপড়, ওষুধসহ প্রয়োজনীয় নানা সামগ্রী আজাদী ভবনে গ্রহণ করে তা বন্যার্তদের মাঝে বিতরণের ব্যবস্থা করে। ২৫ আগস্ট দুই কাভার্ড ভ্যান, ২৮ আগস্ট এক কাভার্ড ভ্যান এবং গতকাল এক কাভার্ড ভ্যান পণ্য বন্যার্তদের জন্য হস্তান্তর করা হয়।