তৃতীয় ওয়ানডে দলে লিটনের বদলে ডাক পেলেন জাকের

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৭ মার্চ, ২০২৪ at ৫:০৬ পূর্বাহ্ণ

প্রথম দুই ম্যাচের দুটিতেই আউট হয়েছেন শূন্য রানে। এমন অবস্থায় কারণে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল থেকে বাদই পড়েছেন লিটন দাস। তার জায়গায় দলে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। পারফরম্যান্সের বিচারে দল থেকে লিটনকে বাদ দেয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

স্কোয়াডে যেহেতু আরও দুই ওপেনার তানজিদ হাসান ও এনামুল হক আছেন তাই মিডল অর্ডারের শক্তি বাড়াতে জাকেরকে নেওয়া হয়েছে। ওয়ানডে দলে জাকেরের ডাক পাওয়া নিয়ে জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘সিরিজ এখন সমতায়। আমরা বিশ্বাস করি, জাকের দলের মিডল অর্ডারে আরও বেশি সম্ভাবনা ও সুযোগ তৈরি করবে। সাদা বলে সামপ্রতিক সময়ে লিটনের পারফরম্যান্স বিচারে আমরা এই পরিবর্তনটা করেছি। সেটা স্কোয়াডে অন্য দুজন ওপেনারের কথা মাথায় রেখেই করা হয়েছে।’

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকের আলী, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধমোহামেডান এবার হারলো ফ্রেন্ডস ক্লাবের কাছে