জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আয়োজনে গতকাল রোববার একাডেমির গ্যালারি হলে তৃণমূল মানুষের জন্য শিল্প–সংস্কৃতি শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান চট্টগ্রামের আঞ্চলিক গান অনুষ্ঠিত হয়।
শুরুতে শুভেচ্ছা বক্তব্যে জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন তৃণমূল মানুষের জন্য সাংস্কৃতিক আয়োজনের গুরুত্বারোপ করে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানের ব্যাপক প্রচার প্রসারের অঙ্গীকার ব্যক্ত করেন।
এতে একক সঙ্গীত পরিবেশন করে পুষ্পিতা শীল, নিশা মিত্র, আনিসা, মৃত্তিকা বড়ুয়া, ভবতোষ রুদ্র, বিপল্প দাশ প্রমুখ।
মো. মোস্তফা কামাল আব্দুর রহিমের পরিচালনায় সমবেত সঙ্গীত পরিবেশন করে প্রান্তি সাহা, জয়ন্ত সেন, সুষ্মিতা দাশ প্রমুখ।
স্বপন দাশের পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের নৃত্যদল। প্রেস বিজ্ঞপ্তি।