চট্টগ্রাম–১০ আসনের উপনির্বাচনে তৃণমূল বিএনপির প্রার্থী দীপক কুমার পালিত গতকাল চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্রের সাথে হলফনামায় স্থাবর–অস্থাবর সম্পত্তির বিবরণও জমা দেন।
নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় দেখা গেছে, তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটি ৪৬ লাখ টাকা। এর মধ্যে তার স্ত্রীর নামে স্বর্ণ আছে ৩০ ভরি। অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে নগদ আছে ১১ লক্ষ ৮৮ হাজার ১১১ টাকা, পোস্টার, সেভিংস ও সঞ্চয়পত্রে বিনিয়োগ আছে ৩০ লক্ষ টাকা এবং তিন লক্ষ টাকা দামের গাড়িও আছে। একটি টিভি, একটি ফ্র্রিজ, আসবাবপত্রের মধ্যে খাট, সোফা ও ড্রেসিং টেবিল আছে।
স্থাবর সম্পদের মধ্যে নিজ নামে ৪০ লক্ষ টাকা দামের অকৃষি জমি আছে। ৩১ লক্ষ ১৫ হাজার টাকা দামের দালান আছে। এছাড়া গৃহ নির্মাণের ঋণ আছে ২০ লক্ষ ৪৫ হাজার ৬০৩ টাকা।
দীপক কুমারের শিক্ষাগত যোগ্যতা বিকম। প্রাইভেট চাকরি করা এই নেতার বিরুদ্ধে কোনো মামলা নেই। তার নিজের ও পরিবারের ওপর নির্ভরশীলদের আয়ের উৎস নিজের চাকরি থেকে বছরে ৯ লক্ষ ৯০ হাজার ১৯৬ টাকার আয়।







