চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং তৃণমূল বিএনপিকে আন্দোলন-সংগ্রামে বেগবান করতে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে ঝাঁপিয়ে পড়ুন। চট্টগ্রাম মহানগরীতে সদস্য সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে এবং আপনারা স্ব-স্ব অবস্থানে থেকে এই সদস্য সংগ্রহ অভিযানে সার্বিক সহযোগিতা করবেন।
গতকাল মঙ্গলবার দুপুরে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে বিএনপির সদস্য ফরম বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সদস্য ফরম বিতরণ শেষে ইউনিট কমিটি গঠন করা হবে এবং ইউনিট কমিটির ভোটের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করা হবে। পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেকান্দরের সভাপতিত্বে বিশেষ বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিট পুনর্গঠন কমিটির প্রধান এমএ আজিজ। বিশেষ অতিথি ছিলেন ইউনিট পুনর্গঠন কমিটির সদস্য আব্দুল হালিম শাহ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।