ইপিজেড থানার ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে ইউনিট ও ওয়ার্ড কমিটি গঠনকল্পে সাংগঠনিক মতবিনিময় সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক টিমের সদস্য পেয়ার মোহাম্মদ, রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াছ। প্রধান অতিথি আবদুচ ছালাম বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের জয়যাত্রা কেউ রোধ করতে পারবেনা। আর সঠিক নেতৃত্ব ও নির্দেশনাই হল ঐক্যের পূর্বশর্ত। নেতৃত্ব গড়ে ওঠে তৃণমূল থেকেই, তৃণমূল পর্যায়ে মানুষের আস্থা, বিশ্বাস ও ভালবাসা অর্জনের মধ্য দিয়েই নেতৃত্ব বিকশিত হতে পারে। একটা কথা আমাদের সবসময় মাথায় রাখা দরকার। মহান স্বাধীনতা, ভোট ও ভাতের অধিকার, উন্নয়ন, মর্যাদাসহ জাতির সকল অর্জনই এসেছে আওয়ামী লীগের হাত ধরে। আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ দরিদ্র পীড়িত রাষ্ট্র হতে উত্তরণ ঘটিয়ে উন্নয়নশীল রাষ্ট্রে উপনীত হয়েছে এবং উন্নত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, ব্রিটিশ আমল থেকে এ পর্যন্ত দেশের আর্থ সামাজিক উন্নয়নের স্বার্থে পতেঙ্গা হালিশহরের মানুষকে ধারাবাহিকভাবে ত্যাগ করেই আসতে হয়েছে। রাষ্ট্রীয় স্বার্থে বাপ দাদার ভিটা ছেড়ে দিয়েছেন অনেকেই। কিন্তু, স্বার্থত্যাগী মানুষের জীবনযাত্রা নিয়ে তেমনভাবে কেউ ভাবেনি। তাই জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা, যানজটের কবলে পড়ে দীর্ঘদিন কষ্টে ছিল মানুষ। সরকার সাগর পাড়ে সুরক্ষাবাঁধ ও রিং রোড বাস্তবায়ন করেছে। শাহ আমানত বিমান বন্দর হতে লালখানবাজার পর্যন্ত এলিভেটেড এঙপেস ওয়ে নির্মাণ করছে। অগ্রযাত্রার ধারা বজায় রাখতে হলে গণমানুষের আস্থা অর্জন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।
তাই আগামী মহানগর আওয়ামীলীগের সম্মেলনের আগেই যে সকল কমিটিতে স্থানীয়ভাবে নেতৃত্বের সংকট রয়েছে, নতুন নতুন নেতৃত্ব গড়ে ওঠার ধারাবাহিকতায় ছেদ পড়েছে সেখানে অচিরেই সম্মেলন করে কমিটি গঠনের মধ্য দিয়ে নেতৃত্ব সৃষ্টি করতে হবে। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাছির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবির, কাউন্সিলর জিয়াউল হক সুমন, সাবেক কাউন্সিলর মো. আসলাম, শামসুল হক, মোতাহের হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শামসুল, মো. শরীফ, আব্দুল কাদের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।