বাংলাদেশ উশু ফেডারেশনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রতিভাবান উশু খেলোয়াড় তৈরির লক্ষ্যে ২০দিন ব্যাপী তৃণমূল পর্যায়ে উশু প্রশিক্ষণ কর্মসূচি গত ৭ আগস্ট বিকেলে সিজেকেএস জিমন্যাশিয়ামে উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান। সিজেকেএস উশু কমিটির চেয়ারম্যান চন্দর ধরের সভাপতিত্বে এবং কমিটির যুগ্ম সম্পাদক আবদুল আল ফয়সালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী সদস্য ও উশু কমিটির সম্পাদক রেজিয়া বেগম ছবি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সহ-সভাপতি আলমগীর শাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ফেডারেশনের সহ-সম্পাদক মো. সায়েম ইসলাম টুটুল, নির্বাহী সদস্য আজিজুল হক, আনোয়ারুল রাসেল, সিজেকেএস নির্বাহী সদস্য প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সিজেকেএস উশু কমিটির ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক উশু জাজ ও প্রশিক্ষক ডা. শফি প্রমুখ। উল্লেখ্য, এই প্রশিক্ষণে প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।