মোহরা ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গত ২৮ আগস্ট বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ করার মাধ্যমে বিএনপির উদ্দেশ্য বাস্তবে রূপ দান করাই প্রধান লক্ষ্য।
সদস্য নবায়নের মাধ্যমে তৃণমূলকে সক্রিয় করে দলকে ঐক্যবদ্ধ করা হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়াতে হবে।
তিনি জানান, সদস্য নবায়ন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি দলের ভিত্তিকে মজবুত করার অন্যতম কৌশল। নবায়নের মাধ্যমে নতুন কর্মী যুক্ত হওয়া এবং পুরনো সদস্যদের পুনঃসংযুক্তি সংগঠনে নতুন গতি আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ওয়ার্ড বিএনপি আহ্বায়ক ইকবাল উর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক আবুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আর ইউ চৌধুরী শাহীন, সদস্য জাফর আহমদ,আশ্রাফুল ইসলাম, ইদ্রিস মিয়া, জানে আলম জিকু, সালামত আলী, আব্বাস উদ্দিন মামুন, দিদারুল ইসলাম হিরামন, ইসমাইল হোসেন আবু, মো. ইরান কন্ট্রাকটর, মো. মহসিন, মনির শাহ, রেজাউল করিম খোকন, মাহবুব আলম, জাহাঙ্গীর আলম নিশি, ইব্রাহিম তালুকদার, হায়দার আলী,শাহেদ আলী সাক্কু, মো. মোর্শেদ, মো. ইউসুফ,আরিফুল ইসলাম, আশরাফ উদ্দিন টিপু, মো. জাবেদ, মো. বুলবুল, মো. জয়নাল, মো, মনসুর, মো. দিদার, মো.শফি, সেলিম মেম্বার, মো. সালাউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।