তৃণমূল নেতৃবৃন্দের সাথে রাঙ্গুনিয়া পৌরসভা আ. লীগের মতবিনিময়

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৩ মে, ২০২৩ at ৭:৫২ পূর্বাহ্ণ

তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ। পৌরসভার ৯টি ওয়ার্ডের তৃণমূল নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় করেছে নেতৃবৃন্দ।

গত বৃহস্পতিবার রাঙ্গুনিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিট আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। পৌর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক প্রফেসর মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা মাস্টার, হালিম আব্দুল্লাহ, লোকমানুল হক তালুকদার, ফজলুল করিম তালুকদার, এহসান হাবিব, মো. মনছুর, কোরবান আলী, মো. বেলাল হোসেন, রেজাউল করিম, জরীপ আলী, মো. আজিজ, মো. আইয়ুব প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাছির উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধউপজেলা আ.লীগ সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি
পরবর্তী নিবন্ধবৃহত্তর মাইজপাড়া সমাজকল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী