সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কেন্দ্র ঘোষিত ৩১ দফা রূপরেখার পক্ষে লোহাগাড়ায় বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে সওদাগর পাড়া এলাকায় লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন।
সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. ইসমাইলের সভাপতিত্বে আয়োজিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহেদ আনোয়ার, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ–সভাপতি আবু সেলিম, উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এহেছানুল হক, আবুল হাশেম, সাবেক যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ ও সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা বলেন, বিএনপির তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণশক্তি। গণতন্ত্রের জন্য আমাদের লড়াই কেবল রাজনীতির জন্য নয়, জনগণের মৌলিক অধিকারের জন্য। আমরা তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত একসাথে কাজ করব ও বিএনপিকে আরো শক্তিশালী করব। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতে লোহাগাড়া বিএনপির সংগ্রামের গৌরবময় ঐতিহ্য রয়েছে। বর্তমান প্রজন্মকে সেই ঐতিহ্য ধরে রেখে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এই লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ।