তৃণমূল থেকে সংগঠনের নেতৃত্ব গড়ে তুলতে হবে

মহানগরী জামায়াতের সমাবেশে শাহজাহান চৌধুরী

| বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৭:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণসংযোগ পক্ষ ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সফল করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। গতকাল বুধবার সন্ধ্যায় মহানগরী জামায়াতের কার্যালয়ে বিআইএ মিলনায়তনে দাওয়াতি পক্ষ উপলক্ষে আয়োজিত থানা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই আহবান জানান।

মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।

সভপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, সমাজের তৃণমূল থেকে সংগঠনের নেতৃত্ব গড়ে তুলতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে দেশ, রাষ্ট্র ও সমাজ গঠনে মহানগরী জামায়াত অগ্রণী ভূমিকা পালন করবে। দায়িত্বশীল সমাবেশে আরও উপস্থিত ছিলেন, প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, অধ্যক্ষ মাওলানা জাকির হোছাইন, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর ছিদ্দিক, হামেদ হাসান ইলাহী, মাওলানা মমতাজুর রহমান, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, মাহমুদুল আলম, ইঞ্জিনিয়ার আতহার উদ্দিন, আবুল মোকাররম, আব্দুল গফুর, ফারুকে আজম, মুহাম্মদ ইসমাইল, আহমদ খালেদুল আনোয়ার, মাওলানা জাকির হোসাইন, অধ্যাপক মুহাম্মদ আলমগীর ভূঁইয়া, অধ্যক্ষ আব্দুল হান্নান, সুলতান আহমদ, নুরুল আলম, অধ্যক্ষ মুহাম্মদ সেলিম, আলতাফ উদ্দীন, ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী, অ্যাডভোকেট আরিফুর রহমান, আ ন ম মসরুর হোসাইন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে পাচারকালে ৪ গুইসাপ উদ্ধার, বনে অবমুক্ত
পরবর্তী নিবন্ধমহেশখালীতে অস্ত্রসহ ৪ জলদস্যুকে ধরে পুলিশে দিল জনতা