তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

| সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের জাতীয় ক্রীড়াবিদের নিয়ে গঠিত হয়েছে জাতীয়তাবাদী ক্রীড়া দল। যার নেতৃত্বে রয়েছেন দেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ আর জাহেদ পারভেজ চৌধুরীর মত সাবেক জাতীয় ফুটবলার। সদ্য গঠিত এই ক্রীড়া দলের লক্ষ্য নিয়ে সাধারণ সম্পাদক জাহেদ পারভেজ চৌধুরী জানান বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে চাইলে অবশ্যই তৃণমূলে যেতে হবে। কারণ সেখান থেকে খেলোয়াড় উঠে না আসলে জাতীয় পর্যায় বা সর্বোচ্চ পর্যায়ে সাফল্য পাওয়া যাবে না। আগের মত স্কুল থেকে খেলোয়াড় সৃষ্টি করতে হবে। তিনি বলেন এই ক্রীড়া দল ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করবে। আমরা সবাই মিলে রাজনীতির উর্ধ্বে উঠে ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে কাজ করে যাব। তিনি বলেন দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করতে সঠিক পরিকল্পনা নিতে হবে। স্কুলগুলোতে দক্ষ ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে হবে। সাবেক জাতীয় তারকাদের কাজে লাগাতে হবে। স্কুলের পাশাপাশি বয়সভিত্তিক খেলাধুলা আয়োজন করতে হবে। না হয় একটা সময় পর আমরা প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারব না। জাতীয়তাবাদী ক্রীড়া দল সে কাজ করবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে উন্নত এবং বিশ্বমানের করতে হলে সঠিক কোচিংয়ের পাশাপাশি নানা আধুনিক পরিকল্পনা নিতে হবে। কারণ যাদেরকে তৃণমূল থেকে তুলে আনা হবে তাদেরকে সঠিক প্রশিক্ষন দিতে না পারলে তারা কখনো যোগ্য ক্রীড়াবিদ হয়ে উঠবে না। তাই আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন রূপে দেখার লক্ষ্যে জাতীয়তাবাদী ক্রীড়া দল কাজ করবে।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী কমিটির সভা
পরবর্তী নিবন্ধসিজেকেএস স্কুল সাঁতার প্রতিযোগিতায় এন্ট্রি আহ্বান