তৃণমূল ও কর্মীরাই হচ্ছে সংগঠনের প্রাণ : ব্যারিস্টার আসিফ

| বুধবার , ৮ জুন, ২০২২ at ১১:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল কৈয়ুম চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান চৌধুরীর সাথে সাক্ষাত ও সম্প্রতি চন্দনাইশের কিশোর গ্যাং কর্তৃক নিহত ছাত্রনেতা জাহেদুল ইসলাম আউয়ালের কবর জেয়ারত শেষে উপস্থিত নেতা ও কর্মীদের বলেন, তৃণমূল নেতা ও কর্মীরাই হচ্ছে সংগঠনের প্রান, তাদের নিরলস পরিশ্রম এবং অনেকের আত্নত্যাগের কারনেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এ সময় অ্যাডভোকেট নজরুল ইসলাম সেন্টু, এম. ফরিদুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. শফিউল হাসানের মায়ের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধবক্সিরহাট ওয়ার্ড যুবলীগের বিক্ষোভ মিছিল