তৃণমূলে দলকে সংগঠিত করতে হবে

মতবিনিময় সভায় ইদ্রিস মিয়া

| বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৩৮ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার চন্দনাইশ হাশিমপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে তার নগরীর বাসভবনে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। তৃণমূল কর্মীদের দলের প্রাণশক্তি উল্লেখ করে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে এখন নানামুখী ষড়যন্ত্র চলছে। নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইছমাইল, মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ তালেব আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমধ্যম মাদার্শার নবাবিয়া স্কুল প্রাঙ্গণে দু’শত বৃক্ষের চারা রোপণ
পরবর্তী নিবন্ধজাতির ক্রান্তিলগ্নে বিএনপি বারংবার জনগণের পাশে ছিল : মীর হেলাল