জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা গতকাল বিকাল ৪টায় জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা বলেন, তৃণমূল পর্যায়ে অসচ্ছল দরিদ্র বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা বিরাট চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্টদের সেবকের মত কাজ করতে হবে। তৃণমূলে আইনি সহায়তা কার্যক্রমের প্রচার প্রসার কল্পে এবং প্রান্তিক জনগোষ্ঠীর নিকট আইনি সহায়তা পৌঁছে দেওয়ার প্রয়াসে সরকার আইন প্রণয়নের মাধ্যমে উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যানদের সম্পৃক্ত করেছেন। উপজেলা ও ইউপি চেয়ারম্যানগণ প্রতি মাসে একটি করে সভা আয়োজন, উঠান বৈঠক আয়োজন তদারকি, মাইকিং কার্যক্রমের মাধ্যমে সরকারি আইনি সেবার ম্যাসেজ সহজে প্রান্তিক মানুষের নিকট পৌছাঁতে পারেন। আপনারা জানেন, তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রসারকল্পে সরকার তথা জাতীয় সংস্থা আন্তরিকভাবে কাজ করছে। সরকারের মহৎ উদ্যোগ বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ফলশ্রুতিতে অর্থের সাশ্রয় করে স্বল্প সময়ে আইনের আশ্রয় লাভ করছে অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থী জনগণ। অসচ্ছলের মামলার ভার, বহন করে সরকার। আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিদ আর্থ–সামাজিক কারণে বিচার প্রাপ্তীতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার তথা জেলা লিগ্যাল এইড কমিটি কাজ করছে।
যুগ্ম জেলা জজ রাজিয়া সুলতানা এবং জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহাম্মদ ইব্রাহীম খলিলের যৌথ সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–০১ এর বিচারক মুরাদ–এ মাওলা সোহেল, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমী, অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরা, যুগ্ম জেলা জজ মোহাম্মদ খাইরুল আমীন, জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডা. মো. নুরুল হায়দার, সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নাজিম উদ্দিন, জেলা পিপি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মহানগর পিপি এড. আব্দুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এএসএম বজলুর রশিদ মিন্টু, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ–পরিচালক মো. ফরিদুল আলম, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ–পরিচালক মাধবী বড়ুয়া, উপ–পরিচালক তথ্য সাঈদ হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।