তৃণমূলকে শক্তিশালী করলেই আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম। গতকাল সোমবার মোহরা এলাকায় আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আবদুচ ছালাম বলেন, আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে শেখ হাসিনার নেতৃত্বে অবশ্যই নৌকার নিরঙ্কুশ বিজয় হবে। কেননা আওয়ামীলীগ আমলে অভূতপূর্ব উন্নয়ন, অগ্রগতি আর শান্তির সুফল মানুষ পাচ্ছেন।বিএনপি–জামায়াত আমলের জঙ্গিবাদ, সন্ত্রাস, দুনীতি আর দু:শাসনের কথা মানুষ ভুলেনি। তবে এ লক্ষ্যে দলীয় নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছে দিতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনই একজন নেত্রী, তাঁর মতো আর দ্বিতীয় কেউ নাই। তিনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন দেশে উন্নয়ন হবেই। তাই দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, এস এম আনোয়ার মির্জা, মোহাম্মদ ফারুক, আবুল হাশেম, জমির উদ্দিন, নুরুল ইসলাম, শেখ আহমদ, আবুল কাশেম বাদশা, মো. আলমগীর, ওসমান গনি, আজম খান, এরশাদ আলম বিটু, যুবলীগ নেতা জসিম উদ্দিন, আয়াছ উদ্দিন, নুরল আবছার খান, মোহাম্মদ শফি, মো. সরোয়ার, কফিল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।