চট্টগ্রামের উঠতি মডেল তুহোর আরাবী বহুদূর যেতে চায়। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্রী তুহোর মডেলিংয়ে ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে। লেখাপড়ার পাশাপাশি মডেল হিসেবেও নিজেকে বিকশিত করতে নানাভাবে অনুশীলন করছে তুহোর। ইতোমধ্যে বিভিন্ন স্থানে মডেল হিসেবে কাজ করে প্রশংসা কুঁড়িয়েছে। বিশ বছর বয়সী তুহোর সামনের দিনগুলোতে দেশের মডেলিং শিল্পে একটি পোক্ত অবস্থান করতে কাজ করছে বলেও জানায়। প্রেস বিজ্ঞপ্তি।