চরতী ইউনিয়নের তুলাতলী ইসলামী কালচারাল সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্প্রতি রহমানিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ জসিম উদ্দীন চৌধুরী। সেক্রেটারি মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইমপেরিয়াল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ আঞ্জুমানে নওজোয়ান বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ মুফিজ উদ্দিন। উপস্থিত ছিলেন ডা. মুহাম্মদ রেজাউল করিম, মুহাম্মদ ইউনুচ আলী, ডা. মুহাম্মদ ইফতেখার উদ্দীন চৌধুরী, অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন মানিক, নুরুল আজহার, আহমদ রেজা চৌধুরী, মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ।
ক্যাম্পে দুস্থ ২১ জনকে ফ্রি খৎনা করা হয়। ১৫০ জনের ম্যালেরিয়া পরীক্ষাসহ ব্লাড গ্রুপ নির্ণয় এবং শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা প্রদান করা হয়। এতে সহযোগিতা করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ হোমিও ক্লিনিক ও রেইনবো ফাউন্ডেশন। প্রেস বিজ্ঞপ্তি।












