তুলসীধামে স্মরণ উৎসব ৮ মার্চ

| শুক্রবার , ৩ মার্চ, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

স্বামী নারায়ণ পুরী মহারাজের স্মরণ উৎসব আগামী ৮১০ মার্চ নন্দনকানন তুলসীধামে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হবে। তুলসীধামের মোহন্ত ও ঋষিধাম অধিপতি দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে এ উপলক্ষে ৮ মার্চ সমাধিপীঠে গীতা, চণ্ডী ও ভাগবত পাঠ, গুরুপূজা, ভক্তিগীতি ও ধর্মসভা অনুষ্ঠিত হবে। ধর্মসভায় প্রধান অতিথি থাকবেন জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস আলেয়া।

অতিথি থাকবেন যুগ্মসচিব ড. পীযূষ দত্ত, বিজ্ঞানী ড. রতন ধর, শ্রীল গৌর গোবিন্দ ভক্ত দাস, কাউন্সিলর জহরলাল হাজারী ও শৈবাল দাশ সুমন, যোগেশ্বর চৌধুরী, অধ্যাপিকা মীনা দাশ, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত। ৯ মার্চ মহাপ্রয়াণ উপাসনা, অষ্টপ্রহর নামযজ্ঞ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রসাদ বিতরণ এবং ১০ মার্চ নামযজ্ঞের পূর্ণাহুতি শেষে দীক্ষাদান করা হবে।

স্মরণোৎসব পরিচালনা পরিষদের সভাপতি ডা. মনোজ চৌধুরী, সাধারণ সম্পাদক বিকাশ কান্তি দে ও অর্থ সম্পাদক সুজিত হাজারী অনুষ্ঠানে সকল ভক্তশিষ্যের উপস্থিতি কামনা করেছেন। বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধচবির ভর্তি পরীক্ষায় ‘সেকেন্ড টাইম’ চেয়ে মানববন্ধন
পরবর্তী নিবন্ধসমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সমাবেশ