নন্দনকানন তুলসীধামে শ্রীকৃষ্ণের পাঁচদিনব্যাপী ঝুলনযাত্রা উৎসব শুরু হয়েছে। ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত দেবদীপ মিত্র চৌধুরীর পৌরহিত্যে গতকাল ২৬ শুরু হওয়া এ উৎসব চলবে ৩০ আগস্ট পর্যন্ত। আজ ২৭ আগস্ট বিকালে অদ্বৈত–অচ্যুত গীতা শিক্ষা নিকেতনের পরিচালনায় গীতা পাঠ, ভাগবতীয় আলোচনা ও অমিত সেনগুপ্তের পরিচালনায় ভজন কীর্তন অনুষ্ঠিত হবে। কাল ২৮ আগস্ট সুন্দর কৃষ্ণ দাসের পরিচালনায় ভাগবত পাঠ, ২৯ আগস্ট সনাতন দাশ ও সহশিল্পীদের পরিবেশনায় লীলা কীর্তন এবং ৩০ আগস্ট অদ্বৈত–অচ্যুত শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় পদাবলী কীর্তন ও ভক্তিগীতি, উপাসনা, নামাঞ্জলির মাধ্যমে ঝুলনযাত্রা অনুষ্ঠান শেষ হবে। উৎসবে সবার উপস্থিতি কামনা করেছেন ঝুলনযাত্রা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক স্বপন চৌধুরী ও সম্পাদক জহরলাল দত্ত। প্রেস বিজ্ঞপ্তি।