নন্দনকানন তুলসীধামে গত ১৪–১৭ এপ্রিল স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ৫৭তম তিরোভাব উৎসব সম্পন্ন হয়েছে। ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত দেবদীপানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে স্বামীজি প্রসঙ্গে ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস।
বরেণ্য অতিথি ছিলেন রাঙ্গুনিয়া আদালতের সিনিয়র সহকারী জজ জয়ন্তী রানী রায়। বক্তব্য দেন অধ্যাপক স্বপন চৌধুরী, সোনারাম ধর, উৎসব পরিচালনা কমিটির সভাপতি স্বপন ধর ও সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পাল। তুলসীদাস জী’র কল্পসমাধি উন্মোচন ও সৌন্দর্য্যবর্ধন কাজের উদ্বোধন করেন পাঁচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ, দোহাজারী কেন্দ্রীয় তপোবন আশ্রমের অধ্যক্ষ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ, কালুরঘাট তারানন্দ মহাকালী যোগাশ্রমের অধ্যক্ষ স্বামী গিরিজানন্দ পুরী মহারাজ, ইসকন চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ও ইসকন প্রবর্ত্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী, ভবানন্দ চৈতন্য সহ সাধু–সন্যাসীরা। এছাড়া তুলসীধামের ভক্তবৃন্দ, অদ্বৈত–অচ্যুত মিশনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।