তুলসীধামে অদ্বৈতানন্দ পুরীর তিরোভাব উৎসব আজ শুরু

| শুক্রবার , ১৪ এপ্রিল, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

নন্দনকাননস্থ মহানির্বাণ তীর্থপীঠ তুলসীধামে স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ৫৭তম তিরোভাব উৎসব আজ থেকে শুরু হয়ে ১৭ এপ্রিল পর্যন্ত চলবে।

ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত দেবদীপানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছেসাধু অভ্যর্থনা, গুরুপূজা, সমাধিপীঠে পঞ্চাঙ্গ স্বস্ত্যয়ন, ভক্তি সংগীতাঞ্জলি, স্বামীজি প্রসঙ্গে ধর্মসভা, আলোকচিত্র প্রদর্শনী, মহানামযজ্ঞ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও মহাপ্রসাদ বিতরণ। এতে সবার উপস্থিতি কামনা করেছেন উৎসব পরিচালনা কমিটির সভাপতি স্বপন ধর ও সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পাল। বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ জানে আলম সর্দার
পরবর্তী নিবন্ধআজাদী ম্যানেজার মঈনুল আলম বাদলের মায়ের জানাজা সম্পন্ন