তুলতুলের সঙ্গে হাবুর বিয়ে

| শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু ভাই’ খ্যাত অভিনেতা চাষী আলম। গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ বিষয়ে চাষী আলম বলেন, আমার হবু স্ত্রীর নাম তুলতুল। সে ঢাকার মেয়ে। স্নাতকে পড়াশোনা করছেন। পারিবারিকভাবে বিয়েটা হয়। এর আগে বৃহস্পতিবার ছিল চাষী আলমের গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। গায়ে হলুদের আসরে উপস্থিত ছিলেন আত্মীয়, পরিবারের সদস্য এবং কাছের কয়েকজন বন্ধু। সময় নিয়ে বিয়েটা করতে চেয়েছিলেন চাষী আলম। তা উল্লেখ করে এ অভিনেতা বলেন, বেশ কিছুদিন আগে মেয়ে দেখেছিলাম। আমার ও আমার পরিবারের মেয়েটিকে পছন্দ হয়। কিন্তু একটু সময় নিয়ে বিয়েটা করার কথা ছিল। আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম। এর মাঝে আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেন। তাদের কথা, দেরি হলে নাকি আমি আর বিয়ে করব না। কী আর করা। কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সমপ্রচার শুরু হয়। এ সিরিজে ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন চাষী আলম।

পূর্ববর্তী নিবন্ধভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন যারা
পরবর্তী নিবন্ধসিনেমা নেই তারপরও আলোচনায়, প্রশ্ন শুনে যা বললেন জায়েদ খান