তুরস্ক-সিরিয়ায় ৩ কোটি ডলার দিলেন বেনামী পাকিস্তানি

| সোমবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩ কোটি মার্কিন ডলার দান করে আলোচনা ও প্রশংসা কুড়াচ্ছেন এক পাকিস্তানি। কিন্তু তিনি কে বা যুক্তরাষ্ট্রের কোথায় বসবাস করেন কেউ জানে না। যুক্তরাষ্ট্রের তুর্কি দূতাবাসে তার এ সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এক টুইট বার্তায় তিনি বলেন, এক বেনামী পাকিস্তানির মহানুভবতার কথা শুনে আমি অভিভূত। আমি গভীরভাবে অনুপ্রাণিত, কারণ তিনি যুক্তরাষ্ট্রের তুর্কি দূতাবাসে গিয়ে তুরস্ক ও সিরিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি মার্কিন ডলার দান করেছেন। খবর বাংলানিউজের। গত শনিবার ওই টুইটে শেহবাজ আরও বলেন, পরোপকারের এমন মহিমান্বিত কাজ যা মানবতাকে আপাতদৃষ্টিতে অদম্য প্রতিকূলতা থেকে জয়ী হতে প্রত্যয়ী করে তোলে।

উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও দেশ দুটিতে নিহত ২৯ হাজার ছাড়িয়েছে। উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে। তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৬১৭ জনে। সিরিয়ায় নিহত হয়েছে সাড়ে ৪ হাজারেরও বেশি।

পূর্ববর্তী নিবন্ধএকুশের গৌরবগাথা
পরবর্তী নিবন্ধ৫ হাজারেরও বেশি অন্তঃসত্ত্বা রুশ নারী আর্জেন্টিনায়, কেন?