তুরস্ক-সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক

| বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:২৭ পূর্বাহ্ণ

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গতকাল এ কথা জানিয়ে বলা হয়, সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে ৯ ফেব্রুয়ারি (আজ) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে আইসিএবি’র শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধশিশু অপহরণের অভিযোগে ফেনী থেকে ৬ জন গ্রেপ্তার