তুরস্কে ভূমিকম্পে নিহত ৬, আহত ২ শতাধিক

আজাদী অনলাইন | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২০ at ৯:৪৭ অপরাহ্ণ

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে, আহত হয়েছে দুই শতাধিক মানুষ।
এজিয়ান সাগরে ৭ মাত্রার এই ভূমিকম্প সংঘটিত হয় যার কম্পন অনুভূত হয়েছে গ্রিসেও।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্যানুযায়ী, আজ শুক্রবারের (৩০ অক্টোবর) এই ভূমিকম্পের কেন্দ্র ছিল তুরস্কের উপকূলীয় ইজমির প্রদেশ। বিডিনিউজ
ভূমিকম্পের ধাক্কায় গ্রিসের সামোস দ্বীপসহ সূদূর রাজধানী এথেন্স এবং তুরস্কের ইস্তাম্বুলও কেঁপে উঠেছে। সামোস দ্বীপে আহত হয়েছে ৮ জন।
ভূমিকম্পে দুই দেশেই আছড়ে পড়েছে সুনামির ঢেউ। ফলে বন্যায় প্লাবিত হয়েছে তুরস্কের ইজমির উপকূলের কিছু অংশ।
তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের (এএফএডি) বরাত দিয়ে ছয়জন নিহত হওয়ার খবর জানিয়েছে। এর মধ্যে একজন ডুবে মারা গেছে, আহত হয়েছে ২০২ জন।
ইজমিরে ভেঙে পড়েছে প্রায় ২০টি ঘরবাড়ি। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে ভূমিকম্পের মাত্রা ৭ বলে জানিয়েছে। তবে তুরস্কের এএফএডি বলছে, ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৬।
তুরস্ক এবং গ্রিস উভয় দেশই ‘ফল্ট লাইন’-এর উপর অবস্থান করছে যে কারণে ঐ অঞ্চলে মাঝেমধ্যেই ভূমিকম্প সংঘটিত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে হতাহতদের খোঁজে অনুসন্ধান চালাতে দেখা যাচ্ছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইজমিরের গভর্নর।
ওদিকে, গ্রিসের সামোস দ্বীপেও সুনামিতে বন্যা এবং বাড়িঘর ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।
দ্বীপটিতে ৬.৭ মাত্রার কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে চোলাই মদ উদ্ধার, মাদক কারবারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডের সহস্রধারা ঝর্ণায় ডুবে যুবকের মৃত্যু