তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান নিহত

| বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাবাহিনী প্রধান মোহাম্মদ আলি আহমদ আলহাদ্দাদ নিহত হয়েছেন। ঘটনায় বিমানটিতে থাকা আরও চার আরোহী নিহত হয়েছেন। খবর বিডিনিউজের।

মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে রওনা হওয়ার পর চিফ অব স্টাফ আলহাদ্দাদকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়, লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী এমনটি জানিয়েছেন বলে খবর রয়টার্সের। লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত ত্রিপোলিভিত্তিক প্রধানমন্ত্রী আব্দুলহামিদ দ্বেইবাহ এক বিবৃতিতে বলেছেন, তারা তুরস্কের আঙ্কারা শহরের সরকারি সফর থেকে ফেরাকালে মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনাটি ঘটে। দ্বেইবাহ জানান, লিবিয়ার গ্রাউন্ড ফোর্সেসের প্রধান, দেশটির প্রতিরক্ষা উৎপাদন শিল্পের পরিচালক, চিফ অব স্টাফের একজন উপদেষ্টা এবং চিফ অব স্টাফের দপ্তরের একজন ফটোগ্রাফার বিধ্বস্ত হওয়া বিমানটিতে ছিলেন।

সামাজিক মাধ্যম এক্স এ তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, বিমানটি আঙ্কারার এসেনবোয়া বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে ত্রিপোলির পথে রওনা হয়েছিল আর রাত ৮টা ৫২ মিনিটে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি জানান, কর্তৃপক্ষ আঙ্কারার হায়মানা জেলার কেসিক্কাভাক গ্রামে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে বিজিবির অভিযানে ১২ ভারতীয় গরু জব্দ
পরবর্তী নিবন্ধকেশব ঘোষ