তুরস্কে বন্দুক লড়াইয়ে ৬ আইএস জঙ্গি, ৩ পুলিশ কর্মকর্তা নিহত

| বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলে তীব্র এক বন্দুক লড়াইয়ে ইসলামিক স্টেটের (আইএস) ছয় জঙ্গি ও তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিডিনিউজের।

সোমবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকাইয়া জানান, নিরাপত্তা বাহিনী রাতভর ১৩টি প্রদেশজুড়ে আইএসের কথিত আস্তানাগুলোতে ১০৮টি পৃথক অভিযান চালিয়েছে। এগুলোর মধ্যে একটি অভিযান ছিল ইস্তাম্বুলের দক্ষিণে ইয়ালোভা প্রদেশের এলমালিক গ্রামে। সেখানে একটি আবাসিক এলাকায় স্থানীয় সময় সোমবার রাত ২টায় অভিযান শুরু করা হয়। ইয়ারলিকাইয়ার বরাত দিয়ে আল জাজিরা জানায়, পুলিশ কর্মকর্তারা একটি বাড়িতে অভিযান শুরু করতে গেলে গোলাগুলি শুরু হয়, এতে ছয় জঙ্গি ও তিন পুলিশ কর্মকর্তা নিহত হন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫.২৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপুতিনের বাসভবনে হামলার চেষ্টার অভিযোগ রাশিয়ার