তুরস্কে টাইগার থ্রি

| মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

প্রথমে ঠিক করা হয়েছিল দুবাইতে ‘টাইগার থ্রি’ ছবির কাজ শুরু হবে। তবে সেখানে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় নতুন সিদ্ধান্তে নিতে যাচ্ছে এই ছবির প্রযোজনা সংস্থা ইয়াশ রাজ ফিল্মস। ছবির সঙ্গে সম্পর্কিত এক সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম মিড-ডে ডটকম জানায়, মধ্যপ্রাচ্যে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও এখন ভাবা হচ্ছে তুরস্কের কথা। যেহেতু আরব দেশগুলোতে এখন মহামারীর প্রকোপ বাড়ছে সেহেতু ইস্তাম্বুল হতে পারে প্রথম পছন্দ। যে কারণে সেখানে ইতিমধ্যে একদল পাঠানো হয়েছে প্রাথমিক খোঁজ খবর নিতে। খবর বিডিনিউজের।
প্রযোজনা সংস্থার উদ্ধৃতি দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানায়, ‘টাইগার থ্রি’ ছবির কাজ শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারির পর। কারণ মার্চ মাস থেকে সালমান খান ফাঁকা সময় দিয়ে রেখেছেন ছবির কাজের জন্য। সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিগুলোর পরের পর্ব হবে ‘টাইগার থ্রি’। যদিও প্রযোজনা সংস্থা এখনও ছবির নাম চূড়ান্ত করেনি। বর্তমানে ‘অন্তিম: দি ফাইনাল ট্রুথ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন সালমান। আর ক্যাটরিনা কাজ করছেন ‘ভূত ফোন’ ছবিতে।

পূর্ববর্তী নিবন্ধঅনন্তর ছবির নামের মাঝে ‘দ্য’!
পরবর্তী নিবন্ধগুগল মিট’র নতুন ফিচার কাজ করবে যেভাবে