কলা খাওয়ার ভিডিও প্রকাশের অভিযোগে সিরিয়ার সাত শরণার্থীকে আটক করেছে তুরস্ক। তাদের বহিষ্কার করা হবে বলেও ঘোষণা করেছে দেশটি। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, তুরস্কের অভিবাসন অধিদপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ায় তুর্কি জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়েছে। কারণ, তুরস্কের মুদ্রার মান পড়ে যাওয়ায় জনগণ যে তীব্র অর্থনৈতিক চাপে পড়েছেন, তাকে বিদ্রুপ করতে ওই ভিডিও ছড়ানো হয়েছে। দেশটির অভিবাসন অধিদপ্তর বৃহস্পতিবার রাতে ঘোষণা করে, আটক সাত শরণার্থীকে সিরিয়ায় ফেরত পাঠানো হবে। লিরার মুদ্রামানের পতন ও তীব্র মূল্যস্ফীতির কারণে তুরস্কের জনগণের মধ্যে সামপ্রতিক সময়ে প্রচণ্ড শরণার্থীবিরোধী জনমত গড়ে উঠেছে।









