তুরস্কে আইএসের জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৭ পুলিশ আহত

| মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলে সন্দেহভাজন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৭ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। খবর বিডিনিউজের।

ঘটনাস্থলে জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক। তিনি জানান, ইয়ালোভা প্রদেশের ওই ঘটনাস্থল থেকে বিক্ষিপ্ত গুলির শব্দ শোনা যাচ্ছিল। সেখানে একটি বাড়িতে জঙ্গিরা আশ্রয় নিয়ে আছে এমন খবরে রাতে অভিযান শুরু করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১.৯৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধনেপালে নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী সাবেক র‌্যাপার বালেন্দ্র শাহ