তুরস্কের ড্রোন হামলায় ইরাকে পিকেকের ৭ সদস্য নিহত

| শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

ইরাকের ইরবিল প্রদেশে তুরস্কের ড্রোন হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সাত সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজন চিকিৎসাকর্মী ছিলেন বলে জানায় ইরাকের কাউন্টার টেরোরিজম সার্ভিস। সংস্থাটির পক্ষ থেকে বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সিদাকান জেলায় পিকেকে যোদ্ধাদের একটি গাড়িতে তুরস্কের ড্রোন হামলায় তিন যোদ্ধা নিহত হন। খবর বিডিনিউজের।

একই জেলায় কয়েকঘণ্টা পর অন্য আরেকটি ড্রোন হামলায় দুই চিকিৎসাকর্মীসহ চারজন প্রাণ হারান। এমন একটি সময়ে এ হামলা চালানো হয়েছে যখন কুর্দি শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে ইরবিলে অবস্থান করছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুরস্ক পিকেকে কে জঙ্গি সংগঠন বলে মনে করে। গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ফিদান ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে তার দেশে অবস্থান করা পিকেকে কে জঙ্গি সংস্থা আখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তুরস্ক প্রায়ই কুর্দি অধ্যুষিত ইরাকের উত্তরাঞ্চলে আকাশ থেকে হামলা চালায়।

পূর্ববর্তী নিবন্ধগ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সভা ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধক্রিমিয়ায় ইউক্রেনের ৪২টি ড্রোন ধ্বংস করা হয়েছে : রাশিয়া