তুরস্কের শীর্ষস্থানীয় বিনিয়োকারী কোম্পানি, কোচ হোল্ডিং, তাদের সহযোগী প্রতিষ্ঠান বেকো এবং আইগ্যাসের উচ্চপদস্থ নির্বাহী কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ সফরের মাধ্যমে বাংলাদেশের প্রতি তাদের বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রতিনিধি দলে ছিলেন কোচ হোল্ডিংয়ের সিইও লেভেন্ত চাকিরোলু; কোচ হোল্ডিংয়ের কনজিউমার ডিউরেবলস গ্রুপের প্রেসিডেন্ট ড. ফাতিহ কেমাল এবিচলিওলু; কোচ হোল্ডিংয়ের এনার্জি গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার ইয়াগিজ ইউবোলু; আইগ্যাসের জেনারেল ম্যানেজার মেলিহ পয়রাজ; বেকোর তুরস্ক ও দক্ষিণ এশিয়ার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জান ডিনচার; বেকোর চিফ মার্কেটিং অফিসার আকিন গারজানলি; বেকোর চিফ সাসটেইনেবিলিটি, কোয়ালিটি ও কাস্টমার কেয়ার অফিসার ফাতিহ ওজকাদি এবং বেকোর এশিয়া–প্যাসিফিক অঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জাফের উস্তুনের। তুরস্কের কোচ গ্রুপের কনজ্যুমার ডিউরেবল ব্যবসার ফ্লাগশিপ প্রতিষ্ঠান বেকো।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, বেকো’র একটি অঙ্গপ্রতিষ্ঠান। সিঙ্গার বাংলাদেশের উচ্চপদস্থ নির্বাহীরা এই সফরের আয়োজক ছিলেন। এছাড়া, ইউনাইটেড আইগ্যাস এলপিজি, যা ইউনাইটেড এন্টারপ্রাইজেস এবং আইগ্যাসের যৌথ উদ্যোগ, এই সফরের অন্যতম অংশীদার ছিল। বাংলাদেশের বিভিন্ন খাতে সম্ভাবনাময় প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে, কোচ হোল্ডিংয়ের সিইও লেভেন্ত চাকিরোলু বলেন, ‘কোচ গ্রুপে আমাদের মূলনীতি হলো ধারাবাহিকতা বজায় রাখা, আমাদের অংশীদারদের সঠিক মূল্যায়ন করা, বিশ্ববাজারে উপস্থিতি সমপ্রসারণ ও বৈচিত্র্যময় করা এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনকে অগ্রাধিকার দেওয়া।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম.এইচ.এম. ফাইরোজ বলেন, ‘সিঙ্গার বাংলাদেশ ভোক্তা টেকসই পণ্য শিল্পের পথপ্রদর্শক এবং দেশের অন্যতম বৃহৎ রিটেইলার। গ্রাহকদের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা আমাদের ব্যবসা রূপান্তর করছি, যাতে বেকোর বিশ্বমানের রিটেইল এক্সপেরিয়েন্স বাংলাদেশের ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। আমরা এখন আমাদের রূপান্তর অভিযাত্রার সর্বোচ্চ পর্যায়ে রয়েছি, যা উৎপাদন, রিটেইল অভিজ্ঞতা এবং কর্মপরিবেশে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাধ্যমে সম্ভব হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












